৹ যুদ্ধ পক্ষ ৹ Rhyme: Free Verse

যুদ্ধ দেখছি রোজ, যুদ্ধ।
ল্যাপটপের স্ক্রিনে
মুহুর্মুহুঃ আছড়ে পড়া মিশাইল
কত কত সীমানা পেরিয়ে
কায়েম করছে দক্ষতার অমৃত মিশাল।

এই পর্যন্ত এসে
ভাল লাগছে জেনে, ধম্মটম্ম নয়
শুধু ব্যবসায়িক টানা-পোড়েন
কিংবা চিরকাল জুড়ে ভাল থাকার দায়
নতমস্তকে ভাবতেও বাধ্য করে।
নতুবা কে কার?
ঐতিহাসিক বৈরিতা
পরম ধার্মিক অলংকার।

স্বার্থের জলাঞ্জলি
কলিতে মহাপাপ।
সবে মিলে পঙ্গু হওয়া
কোন কাজের কথা নয়।
খুঁজে পাওয়া চাই
মিলেমিশে থাকার
আপাত অদৃশ্য কোন উপায়।
নির্বিকারতার মুখোশ
শিয়রে শমন এলে-
আর কত পরে রাখা যায়?

সমানে সমান হলে শুধু দোস্তি কেন
দুশমনিও নিরাপদে পথ চলে।
গরীবের সাম্যবাদের গল্পে
সাম্রাজ্যবাদ ভিলেন সাজে।
পথে পথে ধনী হওয়ার-
অতৃপ্ত বাসনার হাজার কাঁটা জন্মায়।
সব হারানোর ভয়, তবে মন্দ নয়
ধনীদের সাম্যবাদ প্রতিষ্ঠা করে-
আকাশে উড়া-উড়ি বন্ধ হয়
উলুখাগড়াদের প্রাণ বাঁচে।

শুরু থেকে ভেবে ভেবে
এই প্রশ্নের কোন উত্তর খুঁজে পাই না
টানা-পোড়েনের মুখামুখি দ্বৈরথে
মিশাইল না আয়রন ডোম
ঠিক কোন পক্ষে থাকলে
পৃথিবীতে ঠিক থাকা হয়-
তৎ সহ বেঁচে বর্তে থাকে আমার
অদূরবর্তী পারমানবিক স্বার্থ-জ্ঞান?

© পলাশ কুমার রায়, ২০২৪