৹ জীবন যুদ্ধ ৹ Rhyme: Free Verse

তোমরা স্বীকার না করলে কি হবে
আমাদেরও একটা নিজস্ব যুদ্ধ আছে।
আমরা এর নাম দিয়েছি জীবন যুদ্ধ।

আমরা মরতে চাই না, মারতে চাই না।
এটা কি রকম বাঁচা? এমন চোখা চোখা প্রশ্ন পাশ কাটিয়ে
এ যুদ্ধে আমরা শুধু বেঁচে থাকতে চাই।

একবার বেঁচে থাকাটা নিশ্চিত হলে
অঢেল সময় পাওয়া যায়।
তখন আমরা ঘুমাতে পারি, খেতে পারি, কাঁদতে পারি।

কূট-কচাল করতে পারি, লুটতরাজ করতে পারি
হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, নিপীড়ন-
একবার বেঁচে থাকলে সুযোগ মত এগুলি সব করা যায়।

মরে গেলেই চিৎ। একদম ক্ষমতা রহিত।
বল হরি হরি বল। ধূপধুনা। কীর্তন।শ্রাদ্ধ।
একেবারে উপরে যাওয়ার ট্রেন ধরিয়ে দেয়।

বাকি ধম্মাধম্মের হেরফেরে
অন্যরা অন্যভাবে অন্য ট্রেন ধরে, উপরে যায়।
উপরে ঝাড়াই বাছাই শেষে আমাদের কিছু একটা হয়।

জানি না কোন পুণ্যবলে তবে এটা সত্য মনে হয়-
আমরা সবাই ফিরে আসি ।আমাদের সংসার বড় হয়।
আমাদের দুঃখ কষ্ট বড় হয়, অভাব বড় হয়।

জীবন যুদ্ধে, হৈ হৈ রই রই, একমাত্র আমরাই জয়ী হই।
আসুক যুদ্ধ, আসুক। কেবলই সংখ্যার জোরে
আগামী সব যুদ্ধে শুধু আমরাই জয়ী হব।

© পলাশ কুমার রায়, ২০২৪






.