৹ ঝোঁক ৹ Rhyme: Free Verse
দিনকাল যেমন যাচ্ছে
আকাশবাণী দেয়াল ফুঁড়েও আসছে।
ফুসমন্তরে কানে কানে
মনে মনে ঢেউ তুলছে
সুনামি, ঘূর্ণি পাক।
মাঝি তুমি আর দাঁড় বাইবে কত?
যাবে কোথায়? ছাড় হাল।
নিপাত যাক দয়ামায়া সংসার।
একটু কেঁদে বুকটা হালকা কর।
চিৎকার করে বল
এমন জীবন চাইনা।
ধ্বংসও নয়নের মণি।
সেও তোমার তুলতুলে মনে
একটু আশ্রয় পেতে চায়।
এখন এই যুগ সন্ধিক্ষণে
পারমুটেশন কম্বিনেশনই
নতুন গোপন ভাষা।
সহস্র নতুন সম্ভাবনার কুঁড়ি
রোজ ফুল হয়ে ফোটছে।
সম্পর্ক রক্তের দোহাই
দিয়েছে লক্ষ কোটি বার।
সাত পাঁকের বাঁধন
তবু খুলেছে বার বার।
কসম টুটেছে ঘরে বাইরে
কফি হাঊসের দোতালায়
নির্জন সৈকতে।
ব্যবসা ই জীবন। ব্যবসা।
আমাদের পাক্কা ব্যবসায়ী চোখ
রোজ খুঁজে পায় হীরার নতুন খনি।
মণি মুক্তার প্রতি তার ঝোঁক
মনে চিরকালই ছিল ।
একবার তো চোখ খোলো মাঝি
তোমার অপাপবিদ্ধ দু নয়ন
সব অবাক হয়ে দেখুক।
© পলাশ কুমার রায়, ২০২৪
.