৹ হা মল্লিকা ৹ Rhyme: ABCB
লক্ষ কথার কম হবে না
তুমি আমি বললাম।
কাজ হল না মল্লিকা তাই
না জানিয়েই চললাম।
থাকত যদি পাতা গাছে
ফুটত যদি ফুল
আশা তবু থাকত কিছু
হতাম না ব্যাকুল।
কিন্তু ঝরা পাতায় গাঁথা
ঐ মালিকা কয়
দূর হয়ে যা পাগল ছেলে
মল্লিকা তোর নয়।
কার তরে আর বসে থাকা
গোলাপ নিয়ে হাতে
পর জনমে হবে দেখা
মল্লিকা তোর সাথে।
© পলাশ কুমার রায়, ২০২৪