৹ গুসসা ৹ Rhyme: Free Rhymes

আমার আছে তোমার আছে
অনেক অনেক গুসসা।
আরো আছে অনেক অনেক
প্রেম প্রীতি ও ভালবাসা।
তবে পাল্লাভারি গুসসার।

গুসসার অনেক তেজ
আগুনের ফুলকি
লংকার ঝাঁঝ, বাক্য-বাণ
জিহবাগ্র ধনুকে সংলগ্ন।
সামনে কাঁচুমাচু শিকার।

আমরা এক, আমরা অভিন্ন
হাজার হাজার মাইল
বেশ কয়েক দশক
অলঙ্ঘনীয় সীমান্তের কাঁটাতার-
নিশ্চিত করে আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান।

বেয়ারা বিজ্ঞান
নেই যার কোন কাণ্ডজ্ঞান
দূর কে নিকট করে
ভোজবাজির খেল।
শুধু শুধু শান্তি ছারখার।


© পলাশ কুমার রায়, ২০২৪





.