৹ গর্ত ও মুড়ির টিন ৹ Rhyme: ABCB
রাস্তা মানে গর্ত, খানাখন্দ
বাস মুড়ির টিন।
রিকসা চড়লে উঠা নামাই নিয়ম
বাসে চড়লে কাটছে সারা দিন।
কাদামাখা রাস্তা হলে
সাইকেল চড়ছে কাঁধে।
মা তখনও কুপি জ্বেলে
রাতের ভাত রাঁধে।
হারিকেনের ঘোলা কাঁচে
ঘুম হয় সব জমা।
মা বলছেন ডেকে ডেকে
আঁচ টা আরো কমা।
জোরে জোরে পড় রে সবাই
আওয়াজ যেন শুনি।
কবে যে সব বড় হবি
টানছি আমি ঘানি।
দেহ কষ্ট, মন কষ্ট
কষ্টের সীমা নাই।
অন্ন কষ্ট, বস্ত্র কষ্ট
কোনদিকে যে যাই।
মুদীর দোকান, বাকী খাতা
ঘন ঘন ঋন।
মনের ভিতর আছে জমা
এমনই সে সব দিন।
মুড়ির টিন ভর্তি মুড়ি
না থাকলেই দুখ।
আদা পিঁয়াজ লংকা কুচির
চোখের জল ই সুখ।
© পলাশ কুমার রায়, ২০২৪
.