৹ ঘা ৹ Rhyme: aBcB
প্রেম-দিবসে প্রেমের কথার
ফুটছে মুখে খই।
এমন দিন যে আমারও ছিল
আজ গেল সে কই?
আমিও আছি তুমিও আছ
বুক ভরা ঘাত সয়ে
গোলাপ নয় গো গোলাপ কাঁটার
হাজার ক্ষত নিয়ে।
আজ আমাদের পথের মোড়ে
দেখা হোক, কে চায়?
আমিও না, তুমিও না
অন্য দিকে যাই।
আসছে যখন বছর বছর
ভালবাসার দিন
নতুন প্রেমিক নতুন প্রিয়ার
বাজছে মনে বীন।
ভাবনা আসে ওদের গিয়ে
বলি রাখিস হুঁশ।
পরক্ষণেই সামলে চলি
বলার লক্ষ দোষ।
© পলাশ কুমার রায়, ২০২৫
.