৹ গাজর ৹ Rhyme: Free Verse

জীবনে একটা সময় সবাই একটা গাজর খুঁজে।
আমিও হন্যে হয়ে একটা মোটা গাজর খুঁজছিলাম।
পাচ্ছিলাম না, পাচ্ছিলাম না-
যখন পেলাম ছোট পেলাম, শুকনা পেলাম
পেয়ে খুশি হলাম না তবে নিয়ে নিলাম।
বন্ধুরা সব মোটা মোটা রসালো গাজর পেয়ে খুশি হল।

শেষমেষ একদিন আমার হাতেও একটা মোটা গাজর এল।
আমিও জাতে উঠলাম আর বাজারে আমার ডিমাণ্ড বাড়ল।
আছে গাজর আর নাই গাজরের দুনিয়া আলাদা হয়-
সেটা জানতাম, তবে কতটা আলাদা হয় তা এখন জানলাম।

গাজর আমায় খিতাব দিল আমি গাজরকে খিদমত দিলাম।
গাজর আমার বিয়ে করাল, এক সে দু, দু সে চার করল।
আমিও গাজরটি ধরে রাখার জন্য দশটা পাঁচটা করলাম।
গাজর আমায় স্থায়িত্ব দিল, আমি গাজরের দায়িত্ব নিলাম।

আমার গাজরটি আরো মোটা হল, আমিও মুটিয়ে গেলাম।
গাজর আমায় ভয় দেখাল, অমনি আমি সুঁটিয়ে গেলাম।
শেষমেষ আমার গাজর থাকলে দেহ থাকে না
দেহ থাকলে গাজর-এমন অবস্থা হলে
আমি গাজর ছেড়ে পাঁজর বাঁচালাম।

সারাজীবন আমিই গাজর খেলাম, না গাজর আমাকে খেল?
নাই কাজ তো খই ভাজ- আমি তার হিসাব কষতে বসলাম।

© পলাশ কুমার রায়, ২০২৪







.