৹ ফক্কা ৹ Rhyme: aBcB
ছক্কা মেরে খেলা শুরু
ফক্কা মেরে শেষ
লুডো খেলে ই কাটতো সময়
দিনের পর দিন বেশ।
মা মাসি বা দিদি পিসি
তাড়া দিত তেড়ে
খুব খেলেছিস, যা তো এবার
ভাত রেখেছি বেড়ে।
চান হয়নি? ডুব দিয়ে আয়
তেল মেখে যা মাথে
ভাতের থালা রাখছি ঢেকে
পরবে কিছু পাতে।
পরের খেলায় জিততে হবে
আমারও আছে তাড়া
এই তো আমি এলাম ছুটে
একটুখানি দাঁড়া।
লুডোর নেশায় পাগল পাগল
দৌড়ে এসে ফের
লুডো নিয়েই বসে যাওয়া
বকাঝকা ও ঢের।
ফক্কা লাগে,ফক্কা লাগে
একটি কানা চাই
ছক্কার পর ছক্কা মেরে
হেরেই গেলাম ছাই।
আজকে যাঁরা ছক্কা মেরে
হাঁকায় বাড়ি গাড়ি
ফক্কা মেরে তাঁদের সাথে
রোজ ই আমার আড়ি।
© পলাশ কুমার রায়, ২০২৫
.