৹ এল নিনো, লা নিনা ৹ Rhyme: AABB
এল নিনো না আসলে পরে লা নিনাও আসেনা
অতি বৃষ্টি ঝড় বাদলে ভুবনটাও আর ভাসে না।
যীশুর ছেলে এল নিনোরে বালক সুবোধ কয় না
বালিকা লা নিনাও যেমন শান্ত অবোধ হয় না।
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর আর পেরু
খুঁজে তুমি পেতেই পার কাছেই যে কুমেরু।
এই দুই দেশের পশ্চিমে ঐ প্রশান্তের অতলে
এল নিনো আর লা নিনারা ঘুরে বেড়ায় জলে।
গরম ছেলে এল নিনো তার অতি গরম মাথা
ফিরে গেলে লা নিনা ধায় শীতল করে যা তা।
দুষ্টু ছেলে দুষ্টু মেয়ে ঠাণ্ডা-গরম খেলে
দুই থেকে আট বছর গেলে ওদের দেখা মেলে।
ভাবছ তুমি আজকে আবার ওদের কথা কেন
তোমার দেশের বৃষ্টি খরা ওরাই ঘটায় জেনো।
এল নিনো যার মাথা গরম, গরম করে জল
জল অতলে তুফান ছুটায়, হাওয়া গরম ফল।
গরম জল আর গরম হাওয়া দিকে দিকে ধায়
উল্টা পাল্টা আবহাওয়ার বিষম বিপদ ঘটায়।
যখন তখন বন্যা ভাসায় পেরুর মরু সাচুরা
উষ্ণ জলের ফোয়ারা ছুটে ভুবন বিশ্ব জোড়া।
যেখানে যা হওয়ার নয় গো সেখানেই সব হবে
এল নিনো ঐ দুষ্টু ছেলের কাণ্ড এমন রবে।
উল্টো চালে লা নিনাও ঠান্ডা বাড়ায় জলে
হ্যারিকেন আর টাইফুনেরও শঙ্কা বাড়ে ফলে।
© পলাশ কুমার রায়, ২০২৪