৹ একটি জীবনের সমাপন ৹ Rhyme: Free Verse


সম্ভবত সেটা ছিল রবি বার
নাকি সোম বার
না মঙ্গল বার
বুধ বারও হতে পারে
হতে পারে বৃহস্পতি, শুক্র কিংবা শনিবার ছিল।

ঠিক আছে একটা দিন ছিল।
না।
ঝকঝকে রোদের আলো ছিল বলেই
সেটা একটা দিন ছিল না-
আমার জীবনে সেটা ছিল
নিকষ কাল ঠাণ্ডা একটি রাত্রি।
আমার ঠাণ্ডা লাগছিল। আমার জ্বর জ্বর লাগছিল।
হতে পারে ১০০, ১০২ অথবা ১০৪ ডিগ্রী ফারেনহাইট ছিল।

আমি কিছুক্ষণের জন্য প্লাটফর্মে দাঁড়িয়েছিলাম।
যতক্ষণ পেরেছিলাম
অনেক দূরে চলে যাওয়া ট্রেনটিকে দেখছিলাম-
শেষ অব্ধি যে তোমাকে আমার জীবন থেকে নিয়ে যাচ্ছিল।
এই ট্রেনটি যে আসবে সেটাও যেন বিধির লিখন ছিল-
যে তোমাকে আমার কাছ থেকে চিরদিনের জন্য নিয়ে চলে যাবে।

আমি আবার ভুল করছি
তুমি কখনো আমার ছিলেই না।
আমরা দুজন কোন এক সফরে সহযাত্রী মাত্র ছিলাম-
যারা খুবই জলদি একজন আরেক জনকে ভুলে যায়।
জীবনের কোন এক সহযাত্রীকে কোনভাবে কখনোই
“আমার ছিল” বলা যায়  না।

সবাই ভুলে যায় এবং আমাকেও ভুলে যেতে হবে
ভুলে যাব না এমন দাবিও টিকে না।
আমার অসমর্থতা শুধু আমারই সমস্যা।
বলা নিষ্প্রয়োজন যে আমি সম্পূর্ণ ভেঙ্গে পড়েছিলাম।

আমি আমার টুকরাগুলিকে আর জোড়ে রাখতে পারছিলাম না।
তাই আমি আমার গরম শ্বাস নেয়া মূল্যহীন জীবনটাকে
সামনের একটি পাবলিক বেঞ্চে শুইয়ে দিয়েছিলাম।
এটা ছিল একটি অঙ্কের সমাপন
কিন্তু ক্ষণিকের জন্য আমার মনে হয়েছিল বুঝি
একটি জীবনের সমাপন।

না, এটা একটি জীবনের সমাপনই ছিল-
যদি না জীবনের অর্থ হয় শ্বাস-প্রশ্বাসের মোট যোগফল
এটা ছিল একটা দায়িত্বেরও সমাপন-
যে দায়িত্বটা আমি নিজে নিজে নিয়েছিলাম।
তাই আমি ভারমুক্ত হওয়ার অনুভুতিও টের পাচ্ছিলাম-
যে ভার আমি আমার ইচ্ছার বিরুদ্ধেই বইছিলাম-
কত দীর্ঘ কাল!

না, আমি স্ব ইচ্ছাতেই ঐ ভার বহন করছিলাম।
কারণ অন্য কেউ আমায় ঐ ভার বওয়ার জন্য বাধ্য করেনি-
একমাত্র আমার হৃদয় ব্যতীত।
শুধু আমি কোন পথে জানতাম না
কিভাবে দূরে সরিয়ে রাখতে হয়-
নিজের কাছে নিজে করা কোন অঙ্গীকার।

এখন আমি ঐ অঙ্গীকার মুক্ত হলাম-
সেটাও আবার আমার ইচ্ছার বিরুদ্ধে।
বেঞ্চে শুয়ে শুয়ে ক্ষণিকের জন্য বোধহয় ভাবলাম-
এখনি ভাবার সময় অতঃপর
আমি এই নিজেকে নিয়ে কি করব।

কিন্তু আমার ভীষণ ঘুম পাচ্ছিল-
আর কিছু ভাবতে পারছিলাম না-
খুব দুর্বল লাগছিল।
তাই আমি গভীর ঘুমে নিমজ্জিত হলাম-
যাতে একটি নতুন পৃথিবীতে জাগতে পারি-
যেখানে তোমাকে ছাড়া বাঁচা যায় এমন একটা নতুন জীবন শুরু করতে পারি।

© পলাশ কুমার রায়, ২০২৪



*মূল কবিতা The End of a Life By Palas Kumar Ray এর ভাবানুবাদ।
মূল কবিতাটি ২০০৮ সাল নাগাদ ইংরাজীতে লেখা হয়েছিল এবং অন্য পোর্টালে প্রথম প্রকাশিত হয়েছিল যা পরে সরিয়ে নেয়া হয়।





The End of a Life By Palas Kumar Ray

That was probably a Sunday
Or a Monday
No Tues day
Could be a Wednesday also
Could be a Thursday, Friday
Or Saturday.

Well That was a day
No
That was  not a day only because
It was full of sunshine.
In my life it was a cold dark night.
I was feeling cool. I felt feverish.
It could be 100,102 or 104 degree
Fahrenheit.

I stood for a while on a platform
As long as I could
Watching the train going far away
taking you from my life, finally.
This train was so destined to come
To take you from me forever.

No I am mistaken again.
You never belonged to me.
We were mere companion
in a journey
To forget each other too soon.
A fellow companion in life
can no way and never be said
Belonged.

Everyone forgets and so I was to
No claim sustains not to forget.
My inability was only my concern.
No need to explain that I was
now completely broken.

I could not hold my pieces any more
So I laid my worthless life breathing
Hot air into a public bench nearby.
This was the end of an episode
But for a while I thought it was
End of a life.

No it was indeed an end of a life
If life is not sum total of breaths.
This was also an end of of an assignment
Self endorsed.
So I felt free from a burden
Which I carried against my will
since so long.

No I carried that burden willingly
Because no one else compelled me
except my heart.
Only I knew no way how to
put aside a commitment
Made to myself.

Now I was free from that burden
That too against my will.
Lying on the bench perhaps
For a while I thought
Now it was time for me to think
What would I do next with me.

But I was feeling too sleepy
Too weak to think anymore.
So I fell into deep slumber
To awake into a new world
To start living a life without you.

© Palas Kumar Ray



*The poem was originally written in English during 2008 & earlier published in some other website, now removed.