৹ দু’টি নাম-না-জানা পাখি ৹
Rhyme: ABBA CDDC EFEFEF
দু’টি নাম-না-জানা পাখি, কারেন্টের তারে বসে।
বিজ্ঞান না জেনেই বসে, ক্ষতি কিছু হয়না।
যতদূর বুঝি ওরা লাভক্ষতি বুঝেনা।
দুজনেই বসে, আর উড়ে একসাথে আকাশে।
ভেবে অবাক হই, ওরা বাঁচে কিসের আশে?
উড়ে উড়ে বেঁচে থাকা, এর কি মানে হয়?
কোন কামকাজ রোজগার ছাড়া বেঁচে থাকা যায়?
ওদের খাবার-দাবার কোথা থেকে আসে?
দু’টি সরু কালো পাখি আমার পেটে কিছু
কু-মতলব আছে কি না পরোয়া করেনা।
দু’টি উদাসীন পাখি আমার হাতে কিছু
খতরনাক আছে কি না দেখতেও চায়না।
দু’টি অপদার্থ পাখি জানেনা কিছ-ছু
কালো বিচ্ছু, উড়ে যায় ফিরেও তাকায়না।
© পলাশ কুমার রায়, ২০২৪