শ্রদ্ধেয় কবি  বুলবুল আসাদ রচিত "অর্থহীন" কবিতাটির প্রতি আজ আমি পাঠকের মনোযোগ আকর্ষণ করছি। শ্রদ্ধেয় কবি বুলবুল আসাদ ১ বছর ৬ মাস হলো বাংলা-কবিতায় আছেন।এই 'অর্থহীন' কবির ষষ্ঠ কবিতা হিসাবে বাংলা-কবিতায় প্রকাশিত হয় ০৮/০৩/২০২৩ ইং তারিখে।
কবির অন্যান্য আরো অনেক সুখ পাঠ্য এবং চিত্তাকর্ষক কবিতাই আমার খুব পছন্দ। মূলত বিরহ ভাবনায় তাড়িত কবির বেশ কয়েকটি উল্লেখযোগ্য কবিতা আমি ইতিমধ্যেই পাঠ করেছি এবং যার পর নাই প্রীত ও আপ্লুত হয়েছি। তার মধ্যে আলোচনার জন্য বেছে নেয়া এই কবিতাটির বিশেষত্ব এই যে এই কবিতায় বিরহ-জ্বালার পাশাপাশি তীব্র অনুশোচনার আভাস পাই যা সাধারণতঃ খুবই কম দেখা যায়। তার চেয়েও গুরুত্বপূর্ণ হল এই অনুভূতির প্রকাশ যে, যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমিই দায়ী। এই দায়িত্ব নেয়ার মানসিকতাও সমাজে আজকাল বিরল। তারপরও "আমি জেনে শুনে বিষ করেছি পান' এর মত পরিস্থিতি অত্যন্ত জ্ঞানী গুণী মানুষের জীবনেও উপস্থিত হয়, জীবনকে দুর্বিষহ করে তুলে এই বার্তা ও কবিতাটি আমাদের জ্ঞাত করে। আসুন দেখি কবিতাটির শুরুতে কি বলা হচ্ছে-

"আমি নষ্ট করেছি তোমায়
অসম অধিক ভালবাসায়,
পাওয়ার আনন্দে বিভূর থাক বলে
না পাওয়ার কষ্ট বুঝনি কখনও।
চেয়েছ যখন, পেয়েছ তখন
দিয়েছি উজার করে"

"আমি নষ্ট করেছি তোমায়" - এই চেতনাই সমাজে বিরল। প্রেম-প্রীতি-স্নেহ প্রভৃতি নানাবিধ অতি মানবিক তাড়নায় প্রেরিত হয়ে "আমরা" কেহ প্রেমী, কেহ পিতা, কেহ মাতা, কেহ বা ভ্রাতা, প্রিয় জনের সুখ চেয়ে কত না অন্যায় দাবী আমরা চোখ বুঝে মেনে নেই। একবারও এই ভাবনা মনে আসে না যে এই নির্বিকার ভাবে আত্মজনের চাহিদার যোগান দিয়ে যাওয়া তাদের বিপথ-গামী করছে কিনা, ভবিষ্যতে আমি নিজে অনুরূপ যোগান দিতে ব্যর্থ হলে কি পরিস্থিতি দাঁড়াবে। কবিতাটির দ্বিতীয় স্তবকে কবি বলছেন-

"তোমার মোহে আটকে থাকা মন
যা শুনেছে তাই মেনেছে বিশ্বাসে
ভালবাসা যে অন্ধ
প্রমাণ দিল আমার মনের না দেখা।"

বাহ! অন্ধ ভালবাসার কথা আমরা প্রায়শঃ বলি, কিন্তু সেই অন্ধত্ব ঠিক কেমন হয় যেন তারই উদাহরণ দিলেন কবি। এই জন্যই কবিতাটি পাঠ যোগ্য এবং নির্দ্বিধায় সুপারিশ করার মতই একটি কবিতা বটে। আবার কবি বলছেন-

"সকল সুন্দর পারিবারিক সম্পর্ক
আর বন্ধুদের হারিয়েছি অবহেলায়।
শুধু তোমাকে পাওয়ার আরাধনায়"

বাহ! এমন সোজা-সাপটা ভাবে সম্পর্কের ক্রম-বিবর্তন এর কথা জানলেও কজন ই বা মুখ ফুটে বলতে পারেন বা বলেন! যারা জীবনে পরিবর্তনের এই ধাপ গুলির সংগে অপরিচিত তাঁদের জন্য এই কবিতাটি শিক্ষামূলক বটে।

'অর্থহীন' এই কবিতাটির আরো অর্থ বের করা এবং বলে দেয়া আমার নিরর্থক অপচেষ্টা মাত্র হবে- রস ভঙ্গের ও চূড়ান্ত হবে- অতএব এইখানে ইতি।

কবিতাটি শ্রদ্ধেয় কবি বুলবুল আসাদের কবিতার পাতায় উপস্থিত হয়ে পাঠ করবেন এবং পাঠ শেষে কবিকে উপযুক্ত সাম্মানিক মন্তব্য দিয়ে বাধিত করবেন, এইটুকুই আমার নিবেদন এবং প্রত্যাশা। তত্সহ, কবিতাটি আলোচনার মাধ্যমে আপনাদের গোচরে আনার জন্য আমাকে একটি মাত্র ধন্যবাদ দেয়া গেলে গ্রহণ করে আমি কৃতার্থ হ'ব। সুধী পাঠক দের প্রতি আমার অশেষ শ্রদ্ধা ও ভালবাসা রইল। শুভেচ্ছা নেবেন।