কোন কবির কোনো একটি কবিতা যা আমার খুবই ভাল লেগেছে তা নিয়ে আলোচনা করার ইচ্ছা কবে থেকেই হচ্ছিল। আজকে সাহস করে আমার প্রথম প্রয়াস এই  "চন্দ্র ছোঁয়ার বায়না" কবিতাটি। আলোচনায়  কি লিখতে হয়, কিভাবে লিখতে হয়, সে সব বিষয়ে আমি এক প্রকার অনভিজ্ঞ বটে। তাই যা কিছু বলা বাকী থেকে যাবে, আশা করব, অভিজ্ঞ আলোচক নই বলে মাফ করে দেবেন। আরো আশা করব যে, উল্লেখিত কবিতাটি আপনাদের কেমন লাগলো এ বিষয়ে আপনারাও আপনাদের মতামত জানাবেন। আমার মনে হয়, এইভাবে আমরা নিরপেক্ষ ভাবে আমাদের ভাল লাগা কবিতাগুলির প্রতি আরো বেশী আলোক সম্পাত করতে পারব। কবিতার একজন আগ্রহী পাঠক হিসাবেই আমি বুঝি যে আমরা সবাই ভালো লাগে এমন কবিতা পড়ার জন্য ভারি উৎসুক থাকি।

শ্রদ্ধেয়া কবি ড. শাহানারা মশিউর (চারুলতা কবি) এর লেখা এই কবিতাটি খুবই সহজ ছন্দে লেখা হয়েছে যেখানে অন্ত মিলে ABAB Rhyme Scheme মানা হয়েছে। পাঁচটি স্তবকে বিভক্ত এই ২০ পঙক্তির  মনোরম কবিতাটিতে এমন একজন মায়ের মনের কথা বলা হয়েছে যাঁর সন্তান দুর্ভাগ্য বশতঃ পবিত্র ঈদের দিনও জেলে থাকছে এবং মায়ের স্নেহ বঞ্চিত হয়ে রয়েছে।

এমন দিনে মা কি ভাবছে, ছেলে কি ভাবছে, এই নিয়ে লেখা কবিতাটি আমার খুবই ভাল লেগেছে। আপনারা পড়তে পারেন। ধন্যবাদ।