৹ ঢিসুম ঢুসুম ৹ Rhyme: aBcB
বেড়ে সময়, ঢিসুম ঢুসুম
হচ্ছে কথার রোজ।
কথার পিঠে চড়ছে কথা
কথামৃতের ভোজ।
উড়ছে কথা হাওয়ায় হাওয়ায়
ভাসছে কথার ঢেউ।
কথায় চমক,কথায় ধমক
কেউ বা কথায় ম্যাও।
কথার গুলি, কথার বোমা
ছুটছে অহরহ।
লক্ষ কথা খাচ্ছে গিলে
এইটুকু তো গ্রহ।
কথায় কথায় ঝাল মিশিয়ে
ছড়াচ্ছে যা ত্রাস
শিড়দাঁড়াতে ঠান্ডা হাওয়া
যদিও চৈত্র মাস।
তবে কিনা কথা কথা ই
কূটনীতিরই চাল।
কথায় যদি বিশ্ব বাঁচে
ভয় থাকে না কাল।
© পলাশ কুমার রায়, ২০২৫