৹ দেশের দাম ৹ Rhyme: - aBcB
দেশের দাম বাড়ছে রে ভাই
আসছে ফিরে লোক।
এসে গেছে সময় নিকট
সপরিবারে সুখ।
শেষ হল ঐ জীবন খোঁজা
বিদেশ বিভুঁই গিয়ে
আকাম-কুকাম আদাম-কুদাম
জীবন বিকিয়ে দিয়ে-
বাড়ি গাড়ির লিপ্সা বেকার
দিচ্ছে নাকে খত।
আর হবে না ছ্যাঁচড়াপনা
এমনই সবার মত।
দেশের মাটি, দেশের বাতাস
বুকভরা সুখ, মান।
দেশের স্নেহ, দেশের মায়ায়
জুড়িয়ে যায় প্রাণ।
দেশেই সুখ ছড়িয়ে আছে
পাড়ার মোড়ে মোড়ে।
মিটছে ক্ষিদে সাদা ভাতেও
চিঁড়ে এবং গুড়ে।
দেশই এবার বিদেশ হবে
দেশের জন্য খেঁটে।
সাধ মিটেছে বিদেশ ঘোরার
লাখ অপমান পেটে।
© পলাশ কুমার রায়, ২০২৫
.