৹ দেহ-মনের অমীমাংসিত বিবাদ ৹ Rhyme: ABA

দুই ভাই ঠাঁই ঠাঁই দেহ ও মন।
একসাথে থাকা হয় ভালো থাকা নয়।
দেহ ভাল থাকলে হতচ্ছাড়া মন, নারাজ তখন।

সারাক্ষণ হায় হায় কি চায় কি চায়, মন বুঝা দায়।
দেহের গর্ব মাথা মন ভাবে, মাথা যত নষ্টের গোড়া
দেহের মুন্ড করে মনের উপর অন্যায়।

মনের অন্তরে লোভ মিঠাই সন্দেশে।
মন্ডা মিঠাই যত কিনে থরে থরে।
খেয়ে দেহের কষ্ট বাড়ে, মনেরে সে দোষে।

‘বইতে পাইলে শুইতে চায়’ দেহ নন্দঘোষ।
হাঁটাচলা কম করে ভোগে রোগে-শোকে।
রেগেমেগে মন বলে “সব তোর দোষ”।

© পলাশ কুমার রায়, ২০২৪