৹ চোরকাঁটা ও লজ্জাবতীর দুনিয়া ৹ Rhyme: Free Verse

যখন ওদের দুনিয়াটি উজাড় হইয়াছে-
চোরকাঁটা ও লজ্জাবতী খুব কাঁদিয়াছে।

পাহাড় দেখিয়াছে, জঙ্গল দেখিয়াছে-
যন্ত্র আসিয়া চাঁছিয়া চাঁছিয়া
ওদের অস্তিত্বের শেষ চিহ্নটুকুও মুছিয়া দিয়াছে।

ওদের দেহ পাতালে নিক্ষিপ্ত হইয়াছে।
চোরকাঁটার কবরে রাস্তা বসিয়াছে।
লজ্জাবতীর কবরে মল বসিয়াছে।

চাঁদ-সূর্য দেখিয়াছে, দূর আকাশের তারা দেখিয়াছে-
তবু কোন মানুষ তাহাদের বিলুপ্তি দেখে নাই।
মানুষের আদালতে ওদের জন্য কোন আপীল হয় নাই।


© পলাশ কুমার রায়, ২০২৪





.