৹ চুরি ছিনতাই ৹ Rhyme: ABCB
একদিন মন উদাস হল
ছুটে গেল গাঙের পাড়।
গানে গানে রিক্ত হল
সিক্ত হল চোখের ধার।
কেউ পেল না খবরটি তার
কোথায় আছে করছে কি।
ঘরে শুধুই রইল দেহ
মন গেল কার পিছে, ছিঃ।
শ্যামের বাঁশি শুনল বুঝি
চোখের তারায় লাগল ঘোর।
দূরের মানুষ ভাবল আপন
আপন মানুষ করল দূর।
ভাবছ বুঝি বয়স কাঁচা
একটু উদাস ছিলই বা।
গোপন কথাই বলছি শুন
ছিল বেশীই, জানে গাঁ।
দেশেও অভাব, মনেও অভাব
স্বভাব ঠিক আর থাকছে কই।
কতই অচিন মারণ বাণে
কতই বেঘোর মরছে ঐ।
মনের তালা মনের চাবি
হুট করে যেই খুলল কেউ।
মনের ঘরেই করতে চুরি
চোর ছিনালের ঘুরছে ফেউ।
কখন যে মন ভটকে যাবে
খুঁজতে যাবে মানুষ তার।
পাগল পাগল ঘুরবে মিছে
আটকে রাখাই হবে ভার।
চোখ পাকিয়ে আগলে রাখো
রাখছে যেমন আমায় কেউ।
ঘরের মানুষ ঘরেই থাকুক
যতই প্রাণে উঠুক ঢেউ।
© পলাশ কুমার রায়, ২০২৪
.