৹ চাওয়া পাওয়া ৹ Rhyme: Free Verse
আমরা বিদেশে যেতে চাই।
আমরা এমন কোন দেশে যেতে চাই যেখানে
রোজগার ভাল, সুখ সুবিধা বেশী
আইন কানুনের কড়া কড়ি আছে
মানুষে মানুষে ভেদাভেদের সুযোগ কম
বাঁচার সুযোগ আছে
শিক্ষার সুযোগ আছে
কাজের সুযোগ আছে
তুলনামূলক ভাবে অনেক বেশী।
গ্রীন কার্ড আছে, সামাজিক নিরাপত্তা আছে
সব নাগরিকের প্রতি রাষ্ট্রের সমান দায়বদ্ধতা আছে
এমন সব ভাল ভাল দেশেই না আমরা যেতে চাই।
আমরা ইউরোপে গিয়ে থাকতে চাই
আমরা আমেরিকায় গিয়ে থাকতে চাই।
আমাদের দেশের ছেলমেয়েরাও
জ্ঞানের পুজি নিয়ে কত না দেশে গিয়ে
কত না উঁচু উঁচু পদে কাজ করছে
কত না মান সম্মানও পাচ্ছে।
একবার এমন কোন দেশে স্থিতু হওয়া গেলে
কে আর দেশে ফিরতে চায়।
সাদা, কাল, বাদামী, হলুদ
আমেরিকান, এশিয়ান, আফ্রিকান,
লেটিন, এমনি কত না জানা অজানা
ভিন্ন ভিন্ন জাতি প্রজাতির মিলন মেলা
আজকের তথাকথিত উন্নত বিশ্ব।
ওদের দেশে এটা ওটার ভিত্তিতে
ডিভাইড এণ্ড রুল খাটে নি
আমাদের উপমহাদেশে যা খুব খেটেছে।
আমরা আমাদের দেশে নিশ্চয়ই ওদের মত
নিরাপদ জীবন চাই না।
মানুষের সার্বিক অর্থনৈতিক সচ্ছলতা চাই না।
আমরা শুধু আমাদের মত থাকতে চাই।
ওদের মত স্বয়ম্ভর আত্মনির্ভর দেশ
আমাদের কল্পনাতেও আসে না।
আমাদের প্রায়োরিটি ভিন্ন।
আমাদের কাজ কর্ম ভিন্ন।
আমাদের ফলাফল ভিন্ন।
© পলাশ কুমার রায়, ২০২৪
.