৹ চাঁদমারি ৹  Rhyme: aBcB

আয় না সবাই চাঁদমারি হই
মুখে ফোটাই খই।
বলি কথা রং মেখে কোন
নেপোয় মারে দই।

আয় রে বোকা, সেজে খোকা
ভুলি বিপদ কি।
বলে দেই সব পেটের কথা
যা আছে সব ফ্রী।

আয় রে আমার পাগলা ভোলা
বিবাদ করি রোষে।
কান মলে দেই দুষ্ট ওদের
রাগ রেখেছি পোষে।

আয় না, সময় যাচ্ছে চলে
ঘুমাস কেন তুই।
বাঁদর গুলো চড়ছে গাছে
ক্যামনে আমি শুই?

বকবকানি জমে পেটে
কি যে মনের হাল।
কিছুই ভাল হচ্ছে না আজ
দিচ্ছে ফাঁকি কাল।

সামলে থাকা হচ্ছে কঠিন
দিয়েই যাচ্ছে গোওও..ল।
আয় না সবাই সংগে জুটে
ফোটাই দুটি হুল।

কাদের গায়ে বলব কেন
তোর কি দু চোখ কানা?
ভয় দেখে তোর পাচ্ছে হাসি
চাঁদমারি হই, আ না।

চাঁদমারিটাই স্বগ্গে যাবে
লেখা হবে বই।
বুক পেতে চল দাঁড়াই সটান
কাল ইতিহাস হই।

© পলাশ কুমার রায়, ২০২৫

.