৹ চাই না আর চাই না ৹ Rhyme:- Free Verse
গল্প শেষ হয়েছে, যাও, এখন নিঃশ্চিন্তে ঘুমাও।
দরজায় ডোন্ট ডিস্টার্ব না লিখলেও পারো
অন্য কেউ যদি আসতে চায়, আসতেও পারে
কে জানে কার কাছে কার কি দরকার থাকে!
আমাদের গল্পের নটেগাছটি মুড়িয়েছে বেশ
এর বেশী উপমা আসেনা আমার।
জেনে গেছি, আমি যা চাই তা খুব বেশী চাওয়া হয়ে যায়
মনের অধিকার চাও? আহা! যেন ছেলের হাতের মোয়া।
জেনে রেখো আজীবন, চাইতে নেই মন
আপন আপন ধন, কার জন্য রাখা, হয়ত বা সেই জানে
অথবা ধর জানেনা একদম, তবু যদি রাজি
না হয়ে থাকে একবার দিতে, ধরাধরি, পীড়াপীড়ি, গড়াগড়ি বৃথা।
আজ নয় কাল পাব ভাবা? পেয়ে গেলে হবে পাওয়া নবম আজুবা।
ভেবে ভেবে হতে পার বিকল, তবু সফলতা চাঁদ
এর বেশী উপমা আসেনা আমার, থাকবে অধরা।
কারে কই, কেন কই, শুনে কে? নেই জানা আমি হতচ্ছাড়া।
© পলাশ কুমার রায়, ২০২৪