৹ ব্যাকরণ ৹ Rhyme: Free Verse

আমার নিজস্ব ব্যাকরণই আমার আয়রন ডোম-
এমন সুরক্ষা কবচ আর একটিও হয়না।
যতক্ষণ মেনে চলা যায়-
পাড়াগত সমস্যা থেকে রিপুগত সমস্যার ঢিল
আটকে দেয় আমার ব্যাকরণের বহু পরীক্ষিত স্কিল।

ডাক্তার বদ্যি বিবেক বুদ্ধির কোন সাম্প্রতিক এডিশন
উড়ে এসে জুড়ে বসা কোন প্রাণেশ্বর প্রাণেশ্বরীর ছলনা
আমার ব্যাকরণের ছাঁকনি দিয়ে গলে না-
তবু হায়, নাদান হৃদয়, মাঝে মাঝে কার কানকথা শুনে
অবাধ্য হয়। ভুল করে। শাস্তি পায়, তবে ঘরে ফিরে।

© পলাশ কুমার রায়, ২০২৪