৹ ব্রান্ড নিউ ৹ Rhyme: Free Verse
আমায় একদমই চেনা যাচ্ছে না-
আয়নায় একদম ব্র্যাণ্ড নিউ ফেস।
এমন কি চোখবুঝে অতলে ডুব দিলেও
নতুন মুখের খোলতাই ঠিক থাকছে।
মন, আত্মা, চমৎকার সাফ সুতরা ফিট ফাট
চকচকে মেঝে, দেয়ালের ঝকঝকে পেইন্টিং
বাহারি ফুলদানীর কাঁচ, তকতকে বইয়ের তাক।
রুচি, ফের একদম কচি, গায়ে নয়া চেকনাই।
আশা, প্লাস, প্লাস, প্লাস।
ডাস্টবিন ঝেড়ে, প্রেম, দুঃখ, হতাশা, হাহুতাশ
হোয়াট্সআপ, মোবাইল, সোসাল, সব সাফ
মিউনিসিপ্যালিটির গাড়ীতে চড়ে পগার পার।
দৃষ্টিভঙ্গি, মানে দুনিয়া দেখার চোখ?
একদম ফ্রেশ, এক জোড়া নতুন লেন্সকার্ট।
প্যানপ্যানি, ঘ্যানঘ্যানি সব বাদ।
নো পিএনপিসি, নো দরবার।
খাওয়া দাওয়া? যা কিছু মন চায়।
ঔষধপত্র? হা, হা, হা।
টাকা পয়সার চিন্তা? হো, হো, হো।
গার্লফ্রেণ্ড, বয়ফ্রেণ্ড? যেমন ইচ্ছা
যেমন চাই। চেঁচামেচি? নাই।
খরচ খরচা? ধু্স্।
টাকা মাটি, মাটি টাকা
লাখ টাকা তুলা, বাস।
ভবিষ্যত ও সঞ্চয়? ধুর।
ভবিষ্যত বলে কিছু হয়?
সঞ্চয় উই পোকায় খায়।
কষ্ট হয়না এতটুকু?
অমনি অমনি বদলে গেলেই হল?
অতীতের লটবহরই বা ফেলে এলে কই?
সিক্রেট। সিক্রেট। সব সিক্রেট।
সব পিছুটান মায়া, মায়া, মায়া।
খানিকটা ইশারায় দোষ নেই, বলাই যায়-
একটু কষ্ট করে মন ময়নাকে পোষ মানাতে হয়।
নাই নাই হাহাকার থেমে যায়
চাই সাধনার শুধু এক ফুৎকার।
রামপ্রসাদী , লালন
রফি, মুকেশ, কিশোর, মায় মির্জা গালিবও বাদ।
সাধনা সফল হলেই -
প্রেমিকার অন্যদিকে ছুঁকছুঁক ভাবলেও হাসি পায় ।
ঈর্ষা হয় না। দুঃখ হয় না-
রক্ত গঙ্গার দৃশ্যও চোখে ভাসে না হাজার বার।
এই সাধনারই ফল নো চিন্তা নো ভাবনা
নো বিকার। জন্ম নেয় একদম ব্রান্ড নিউ
বিরহের খচখচানি মুক্ত, নির্ভয়
অঢেল হজম শক্তিসম্পন্ন এক অন্য জীবন।
© পলাশ কুমার রায়, ২০২৪
.