৹ বসন্তের ঠিক সময় ৹ Rhyme: Free Verse
বসন্তের সময় ঠিক থাকছেনা
গ্লোবালওয়ার্মিং- আস্ত মোষ
স্বীকার করে নেয় সব দোষ!
নাকি ডাস্টবিন? ডাষ্ট কই? যত্তো আবর্জনা।
মানুষ খায় যত ফেলে তার বেশী?
আমরা সব ধনী হয়ে গেছি?
দূর নেই বেশি অচেনা সাম্যবাদ?
ছিঃ। বলছিলাম কি,আজেবাজে চিন্তার ভীড়।
বসন্ত আজকাল ঘুরেফিরে আসে।
বসন্ত আজকাল ঘরে ঘরে ফেরি করে
অকাল বসন্ত ট্রীট।
বুড়োরা কবিতা লিখে, গান গায়, ছটপট করে
জলজ্যান্ত কৈ।
নতুনের আবাহনে ছুটে যায় পকেটে পাসবই।
গ্লোবালওয়ার্মিং বলেছিল কারা,আসছে, ভীষণ ঝড়
হৃদয়ের ওয়ার্মিং প্রাথমিক ধাপ, তন মন ধন সত্বর।
ইউপিআই স্ক্যানকোড আছে।
গ্লোবালওয়ার্মিং বলেছিল সই , এসে গেছে ঐ
কলপের দোকানেতে এন্তার ভিড়।
রঙে রঙে ছয়লাপ, ড্রৌন দিয়ে দেখো
মনেতে রঙ মেখে দুনিয়া রঙিন।
বসন্ত ছেড়েছে কবে অপেক্ষার গাড়ি
কোকিলের রিংটোনে আসে পড়ি মরি।
© পলাশ কুমার রায়, ২০২৪