৹ বড় থেকে বড়, ছোট থেকে ছোট ৹ Rhyme: Free verse
আমি সবচেয়ে বড় হই না
আমার থেকেও বড়
অন্য আরেকজন থাকে।
আমি সবচেয়ে ছোট হই না
আমার থেকেও ছোট
অন্য আরেকজন থাকে।
সব সময়ই আমি থাকি
দুই চরমের মাঝে।
মন বলে তোর এমন হলে
খুশী হওয়াই সাজে।
© পলাশ কুমার রায়, ২০২৪
*মূল কবিতা BIG, BIGGER, small, smaller by Palas Kumar Ray এর ভাবানুবাদ। মূল কবিতাটি ইংরাজীতে লেখা হয়েছিল ২০০৮-২০১০ নাগাদ এবং অন্য পোর্টালে প্রথম প্রকাশিত হয়েছিল যা পরে সরিয়ে নেয়া হয়।
BIG, BIGGER, small, smaller by Palas Kumar Ray
I am not the biggest
There is someone
Bigger than me.
I am not the smallest
There is someone
smaller than me.
I am always there
Between two extremes
I tell myself I need be happy.
© Palas Kumar Ray
*The poem was originally written in English during 2008-2010 & earlier published in some other website, now removed.