৹ বিরাগ ৹ Rhyme: ABCB
ছাপা কথা মেপে মেপে
যে পারে বলিতে
বলি তারে একবার
সাথে মোর চলিতে।
নিয়ে যাই উত্তরে
পূব হয়ে পশ্চিম
দেখে শুনে বলে যেন
করে মাথা ঝিম ঝিম।
উত্তরে গিয়ে বলি
জ্ঞান অতি সূক্ষ্ম
চেয়ে দেখ আয়নাতে
পুঙ্খানুপুঙ্খ।
বিদ্যা দেবীর বর
পেয়েছে যে মস্তক
ছলা কলা তার কাছে
মুখস্থ পুস্তক।
ড্রৌন হাতে কপি পেষ্ট
খোকা খুকি খেলছে
জ্ঞানী গুণী লোক জন
ঠেলা গাড়ি ঠেলছে।
ভাষা অতি ক্ষুরধার
তলোয়ার কাটে কান
সাথে যদি চোখ জুটে
কাটা যায় গর্দান।
চেয়ে দেখ আলোচনা
সুক্ষ্মতা ঝরছে
কবিতার গা থেকেই
আলো ঝরে পরছে।
দেখে রাখ শিখে রাখ
লেখালেখি কারে কয়
কলম কালিতে কার
সরস্বতী কথা কয়।
সংখ্যা গুণের মান
নয় সেটা জানলে
লোক টানা কানা কানা
ভাল কেন মানলে?
লেখার মর্ম যদি
হৃদয় না স্পর্শে
হয়নি সে লেখা আজও
বুঝে নাও হর্ষে।
টানাটানি করে কেউ
ধূপ মোম বেচছে
বুঝি সেটা, কবি কেন
খরিদদার ধরছে?
কবি মরে ভূত হয়
তবে পায় ইজ্জত
নাই কোন শর্টকাট
শুধু শুধু হুজ্জত।
© পলাশ কুমার রায়, ২০২৪