৹ বিক্রিত তোতা ৹ Rhyme : AAB

ঐ দেখো এক তোতাপাখি আবোলতাবোল বকছে।
সব কিছুকেই পাখি কেমন সমান সমান দেখছে।
বলছে কিছু দিলাম মানে তোমায় কিনে নিলাম!

এও জানেনা পাখি ওসব দেওয়ার মালিক কে।
এও জানে না সিংহাসনের রাজা বানায় কে-
কার ধনে মানী রে মান সেদিন দিয়েছিলাম!

ব্যস্ত পাখির বড়ই আপদ এখন, না না, না না, না না
বিপদ এটা নয়, থাকে কোথায়, আছে পাখির জানা।
মালিক যখন পাল্টে যাবে, বলবে পাখি, বড়ই চাপে ছিলাম।

ত্রস্ত পাখির এটাই একটা দোষ, না না, তেমন কিছু নয়-
থাকে না যে হুস, কাঞ্চন লোভে পাখি যখন অন্ধ হয়ে রয়।
সুস্থ হলে বলবে পাখি, ভয়টা আমি ভীষণ পেয়েছিলাম।

© পলাশ কুমার রায়, ২০২৪










.