৹ বিদায়ের আগাম অভিনন্দন ৹ Rhyme: Free Verse
আমি বড়ই দুঃখিত কবি
আমার কাছে আপনার কোন অভিনন্দন পাওনা হয়নি।
কারো হাত পা ভাঙ্গলে
কারো কিছু খোয়া গেলে
কারো ঘর ভেঙ্গে গেলে
কারো প্রেম ফেটে গেলে
কারো সময় নষ্ট হলে
কারো স্বজন বিয়োগ হলে
কারো পরীক্ষার ফল খারাপ হলে
কারো আশার গুড়ে বালি হলে
যে কারো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি হলে
আমি তাকে অভিনন্দন জানাবার কোন কারণ খুঁজে পাই না।
কেউ নতুন কবি হয়েছে শুনলে
কবিদের দল ভারী হয়েছে জানলে
আমার মনে খুশির বাতাস বয় না।
আরেক জনের কপাল পুড়েছে
আরেকজন কান্নাকাটি জুড়েছে
আরেকজন প্রেম প্রেম বলে ছুটছে
আরেকজন বিরহ বিরহ বলে চিৎকার করছে
আরেকজন কবিতা লিখতে শুরু করেছে
এগুলি সবই আমার কাছে সমার্থক বলে মনে হয়।
তবে কোনোটাই আমার কাছে সুসংবাদ মনে হয় না।
আমি এদের কাউকে অভিনন্দন জানাই না-
পারলে আমি এদের গতিবধির দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখি।
আমার সাধ হয় ওদের ফিরিয়ে দিয়ে বলি
অন্য আর যে কোন কাজ খুঁজে নে-
ধর্ণায় বস, উপবাস কর, শেষ হলে কাজে ফিরে যা
তবু কবিতা লিখিস না, কবি হস না, ছাড়ান দে।
ওদের কয়েকজন ভারি বুদ্ধিমান হয়-
ওরা আমার মনের কথা বুঝতে পারে।
আমার পাকা চুল ওদের চোখ খুলে দেয়
ওরা নিখোঁজ হয়, আমি নিশ্চিন্ত হই।
পরে অন্য কোনদিন অন্য কোনখানে দেখা হলে
আমি মনে মনে ওদের অভিনন্দন জানাই-
জীবন যুদ্ধে সফল হওয়ার অভিনন্দন।
ওরা আমায় ঠিক চিনতে পারে বলেই মনে হয়-
কোন কথা হয়না, ওরা মুচকি হেসে চলে যায়।
আমিও একটি ধন্যবাদ পেয়ে নিজের কাজে যাই।
© পলাশ কুমার রায়, ২০২৪
.