৹ ভ্রান্তিবিলাস ৹ Rhyme: ABAB
আমি আর তুমি দেখি আর ভাবি
ভাবের কতো যে মিল।
আসলে তা জানি সবই যে অভাবি
মনের ভ্রান্তি তিল।
তিল তাল হয়, হয় যে ওমনি
দেখা-ভাবা হয় কাল।
তাই ভালো থাকা মাঝে একখানি
অচেনার চেনা ঢাল।
কেন যে ভুবনে থাকা দুই জনা
দুই প্রাণে এক সুর!
নাই জানাশুনা তবু মন টানা
আসমানী কোনো ডোর।
নিয়ত নিয়তি, যত রীতিনীতি
যেন যুদ্ধের ফৌজ
ঘুরেফিরে মনে জাগায় ভীতি
ঘুম ভেঙ্গে যায় রোজ।
© পলাশ কুমার রায়, ২০২৪