৹ ভীষণ আপত্তি ৹ Rhyme: AABB

বয়স আমার বাড়বে সে ত থাকেই সবার জানা
তবু হঠাৎ বাড়লে বয়স যায় না সেটা মানা।

অপিসেতে স্যার কিংবা বাবু বলার চল
বাহিরেতে অন্য নামেই সম্বোধনের ঢল।  

এই ত সেদিন দাদা বলে ডাকত সবাই দলে
হঠাৎ কানে বাজল ডাকা ‘শুনুন কাকা’ বলে।

বলল মগজ জেঠু বলে ডাকেনি সে ভাল
ঐ মুকুরে চেয়ে দেখি মুখটি আমার কাল।

আরশি ঘরে ঘন ঘন মনের দেখা পাই
সব কিছুতেই অবুঝ সেজে ছিঁচ কাঁদুনী গায়।

দেহের বয়স যাচ্ছে বেড়ে মনের বয়স থেমে
ভাল কিছু সর্বনামে যেতেই পারে নেমে।

তা নয় যত চ্যাংড়া লোকের ডাকের ছিরি দেখ
কাকা জ্যাঠা ডাকলে তোমায় মুখ ফিরিয়ে থেক।

© পলাশ কুমার রায়, ২০২৪