৹ ভেজাল ৹ Rhyme: Free verse
কবিরা সব এক একজন
সাক্ষাৎ বিনয়ের অবতার।
সবিনয় নিবেদন এই যে, বলি ঐ
বিনয়টিই তাদের এক মস্ত বড় দোষ।
তাদের কাছে মুড়ি মিছরীর এক দর।
কত না ভেবে চিন্তে
কত না সময় খেয়ে
কবির লেখা কাব্যের
গূঢ় রহস্য ভেদ করলাম।
কাঠ খড় পোড়ালাম
চোখ জলে জলাকার করলাম
তবে না বুঝে শুনে
বেশ একখানি টিপ্পনী লিখলাম।
অধিকন্তু এখন এই কথা লিখে
না জানে কত না কবির
চক্ষুশূল হলাম।
আমারই পোড়া কপাল
দেখে শুনে চুপ থাকার স্বভাব
আর রপ্ত হল না আমার।
তবু অমন যে জ্ঞানী গুণী লোক ওরা
আমার কথা বুঝলেন কি বুঝলেন না
কিছুই বুঝলাম না।
ভাল মন্দ, উৎকৃষ্ট নিকৃষ্ট নির্বিচারে
মন্তব্যটি খুব সুন্দর হয়েছে জানিয়ে
সবাইকে অনেক অনেক ধন্যবাদ
সমান ভাগে বাঁট করে দিলেন।
আমিও কিছু কম পেলাম না তবে
মন আমার বিদ্রোহ করল।
সময় বলল আর অপচয় কর না।
অন্যের কবিতা পড়ার কি দরকার?
একটু বুদ্ধিমান হয়ে মনোহরা
ছাপা মন্তব্যই লিখে দাও না।
তাহলেই সব খোশ।
দর এক হলে মুড়িই বেচতে হবে।
এক দামে মিছরী বেচলেই হবে ঘাটা
না বেচলে ক্ষতি কিছু নাই।
অকাট্য যুক্তির ধার
কোন ভেজাল নাই।
মানতে হয় বৈকি
ভেজাল হয়েছে মনের দুনিয়ায়।
© পলাশ কুমার রায়, ২০২৪
.