৹ ভাল দিন ৹ Rhyme: Free Verse

আজ ছিল ভাল দিন।
আজকাল আমি ভাল-খারাপ দিনের কথা মানি।
তাতে যদি আমায় কেউ কুসংস্কারাচ্ছন্ন বলতে চাও
তাই বল।আমি কারো সংগে তর্কে যাবনা।
সব কাজ যেদিন ভালয় ভালয় মিটে যায়
কোন অহেতুক ঝামলায় না জড়িয়ে যেদিন
সব কাজ সেরে ফেলা যায়
সেটা নিশ্চয়ই একটা ভাল দিন।
তা ছাড়া খারাপ দিন কেমন হয়
আমি খুব জানি।
সকালে সম্ভাবনার আকাশে আচমকা
খানিকটা মেঘ জমেছিল।
একবার অন্তত মনে হয়েছিল না জানি কি হয়।
তবে দুপুর নাগাদ মনের আকাশ ফর্সা হয়ে যায়।
অহেতুক উদ্বেগ নিমেষে উড়ে গিয়ে
সবকিছু হয়ে যায় একদম ঠিকঠাক।
এরপর থামতে হয়নি কোথাও অহেতুক।
যেমন আর দিন হামেশাই হয়।
কালকেও হ'তে পারে
অথবা পরশু।
ইদানিং মনে হ'চ্ছে সপ্তাহ মাস গুলিও
তুলনামূলকভাবে ভাল যাচ্ছে।
বছর নিয়ে এখনই কিছু বললে
নির্ঘাত ভীষন তাড়াতাড়ি হ'য়ে যাবে।
আচ্ছা,আমাকে কি নজর গুটা
ঝুলিয়ে রাখতে হ'বে এই কবিতার গায়?
কাঁচালংকা-লেবুর মালা
অথবা অন্যকিছু যুৎসই?
সব দিন সমান যায় না
এই চেতনা থাকাই কি যথেষ্ট নয়?

© পলাশ কুমার রায়, ২০১১