৹ ভালো ছেলে মন্দ ছেলে ৹ Rhyme: ABAB CDCD EFEF GG
ভালোছেলের ভালো হবে মন্দছেলের মন্দ
ওদের মনে দন্দ্ব ছিলো হয় কি এমন?
ভেবে টেবে চালাক যারা করছিলো সন্দেহ
না, হয়না এমন হয়না। হ’লো কখন?
দেখলো ওরা চেয়ে টেয়ে বুদ্ধি ভীষন করে
হাত ফসকে যাচ্ছে সবই মন্দ হওয়ার ভয়ে।
মন্দ হওয়ার ডরটা যদি যাই আমি পার করে-
ভাবলো ওরা, পৌছে যাবো ঐ সিঁড়িটা বেয়ে।
দেখলো ওরা পৌছে গেলে মন্দ ভালো সব
যায় গুলিয়ে ভীষন ভাবে কেউ রাখেনা খোঁজ।
তাই শুরুতেই অন্যরকম করলো যা সম্ভব-
পৌঁছে গেলো লক্ষ্যে ওরা যুদ্ধ করে রোজ।
কি করলে কি হয় নিয়ে যে গবেষণা কত
সেই থেকে রোজ করছে লোকে ভালোছেলে শত।
© পলাশ কুমার রায়, ২০২৪