৹ বাঁচা ৹ Rhyme: Free Verse

তুমি কি গাছে চড়তে পার?
সাঁতার কাটতে জান?
জানোয়ার মারতে পার?
চাষাবাদের কিছু বুঝ?
কাপড় বুনতে জান?
মাছ ধরতে পার?
নৌকা বানাতে পার?
পাল উড়াতে জান?
কাঠ কাটতে জান?
বাঁশ কাঠ ছন মাটি দিয়ে ঘর বানাতে পার?
সন্তান জন্মে সহায়তা করতে পার?
গাছ গাছড়া দিয়ে চিকিৎসা করতে পার?

হায়, মনে হয় তুমি এসব কিছুই জান না।
তোমাদের পাঠশালায় এগুলির কিছুই শিখানো হয় নি!

পাথর ঠুকে আগুন জ্বালাতে পারবে তো?
কাঁচা মাংস পুড়িয়ে খেতে পারবে তো?
রোজ ৫০ -৬০ মাইল হাঁটতে পারবে তো?
ক্ষিদে পেটে খাবারের পিছে ঐ টুকু পথ ছুটতে পারবে তো?
জলে কুমীর ডাঙ্গায় বাঘ হলে লড়তে পারবে তো?
চন্দ্র সূর্য গ্রহ তারা দেখে সময় বুঝতে পারবে তো?
দিক চিনতে পারবে তো?
ঘরে ফিরতে পারবে তো?
জানতে চাইছ এই সবের কি প্রয়োজন ? বেশ।

পৃথিবীর শ্রেষ্ঠ বোমা এক সাথে সব ফাটিয়ে দিলে মানুষ
এক দিনের বেশী কি আর লাগবে-
প্রয়োজন ফিরে আসবে।
আদম আবার আদিম যুগে বাঁচা শিখেই বাঁচবে।

© পলাশ কুমার রায়, ২০২৪








.