৹ আত্মপরিচয় ৹ Rhyme: ABAB
পারিনা আমি পারিনা ভাবিতে করিতে ।
তোমার মতো পারিনা আমি যে বিলকুল
ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতা লিখিতে।
আমি কিছুই পারিনা করি শুধু ভুলটুল।
অতি বাজে আমি ফালতু না পারি বলিতে
দিন রাত আমি করি মিছে কোলাহল।
শঠ আমি আর আমার শঠতা কালিতে।
আমি কাপুরুষ বৃথা ক্রন্দনে মশগুল।
আমি আছি যেন নেই এমন অর্বাচীন।
থাকা না থাকার যুদ্ধে আমি প্রাক্তন সৈনিক।
নেই হয়ে বেঁচে থাকা এক বৃক্ষ সুপ্রাচীন।
ভাষাহীন মৌন আমি বাঁচি শুধু দৈহিক।
অভিশপ্ত কোনো প্রাণী কোনো অবতার-
দৈবাৎ যদি ঘুম ভাঙে আমি হ'বো কার?
© পলাশ কুমার রায়, ২০২৪