৹ আত্মার সঙ্গী ৹ Rhyme: Free Verse
তোমার আসা যাওয়া উপস্থিতির কোনোটাই তোমার বাঁধা ছকের বাইরে হয়নি। এই সম্পর্কের দাঁড়ি, কমা, সেমিকোলন তোমার মুখস্ত ছিল।আমার আবদারগুলিও তোমার কাছে খুব চেনা ছিল। আমার উল্লাসের স্থায়িত্ব নিয়ে তুমি নিঃসংশয় ছিলে। শুধু আমার পাগলামিটা ছিল একদম নতুন।
স্থান, কাল, সমীকরণ ভিন্ন হলে আমাকে নিয়ে যে তুমি সত্যি হয়ে যায় এমন স্বপ্ন দেখার অভিলাষ করতে পারতে এ কথাটিও আমায় বলে দিয়েছিলে। পথের অন্য অসুবিধাগুলি বায়ে হাত কা খেল দেখিয়ে সামলে নেয়ার মত শক্ত বুকের পাটাও তোমার ছিল। নিজের প্রিয় জিনিষ অন্যকে দান করে দেয়ার কোন মহান প্রবৃত্তিও তোমাকে খামোকা তঙ্গ করতে পারত না। নিজের কব্জির জোর নিয়ে বড়াই না করলেও প্রয়োজনে ব্যবহার করতে তোমার কোন অনিচ্ছা ছিল না।
কিন্তু তুমি আমার সাথে পাগল পাগল খেলাটা খেললেও কোনটা বাস্তব আর কোনটা কল্পনা তার প্রভেদ ভুলে যেতে না।
এটুকু ভিন্নতা বাদ দিলে তুমি আর আমি অনেক দূরের দুটি ভিন্ন সময়ে জন্ম নেয়া একটাই মানুষ ছিলাম।
আমরা দুজন হতে পারতাম কি যেন বলে সোলমেট, আত্মার সঙ্গী।
© পলাশ কুমার রায়, ২০২৪
,