৹ অ-সুরের অদৃশ্য মোহ-মায়াজাল ৹ Rhyme: Free Verse
"অসাধু লোকদের জন্য সুবর্ণ সুযোগ"-
এমন "অভূতপূর্ব বিজ্ঞাপন" আর
বন্ধুর চোখে বিদ্যুতের ঝিলিক দেখে
বিপন্ন আমি বা-ইজ্জত পিট্টান দিলাম।
এরপর আমাদের বিচ্ছেদ পর্ব চলল অনেকদিন।
"ছোঁয়া বাঁচাতে চাইলে বন্ধুত্ব বাঁচে না"
এমন "অভূতপূর্ব ঘটনা"ই ঘটল।
যাব কি যাব না জাতীয় দ্বন্ধাহত হয়ে দূরে রইলাম
তবে মনে, ঘন ঘন লজ্জার কাঁটা ফুটছিল।
খানিকটা ঈর্ষা আর বিপুল জিজ্ঞাসার উপদ্রবে
উপগত হয়েই আমি বিচ্ছেদের সমাপন চাইলাম।
কিন্তু গিয়ে আমার চক্ষু চড়ক গাছ হ'ল।
এত দিনে "সুবর্ণ সুযোগ" গ্রহণ করে
বন্ধু আমার সুরলোকে স্থানান্তরিত হয়েছেন।
সুর-সঞ্চারিত অদৃশ্য মায়াজালে আবদ্ধ হয়ে
বন্ধু আমার হিতাহিত জ্ঞান হারিয়েছেন।
কিংকর্তব্যবিমূঢ় আমি অনুতাপ করলাম।
রাগ করলাম, দুঃখ করলাম, পশ্চাতাপ করলাম।
শেষে দায়িত্বশীল নাগরিক কর্তব্য হিসাাবে পত্রিকায়
"সাধু সাবধান-" লিখে একটা বিজ্ঞাপনও দিলাম।
© পলাশ কুমার রায়, ২০২৪