৹ অন্তিম কামনা ৹ Rhyme: AABB

রস রঙ্গ ভঙ্গ হলো সঙ্গ হলো ভার
তরঙ্গ নীরব হলো মস্ত পারাবার-

পারি দিতে হবে এই অকূলপাথার
নিসঃঙ্গ করে গেল করে ছাড়খার।

মৃত্যু নয় সম্পর্কের অপমৃত্যু হলো
ত্রিভূবনে মোহমায়া বিরম্বিত হলো।

নাহি জানি কোন জন্মের ছিল অভিশাপ
ফনা তুলে দংশিল বিষধর সাপ।

পরজন্মে দেখা যদি হইবার থাকে
হরি যেন শতহস্ত দুরে তারে রাখে।।

© পলাশ কুমার রায়, ২০২৪