৹ আগামীকাল কখনো আসে না ৹ Rhyme: Free Verse
যদিও সব সময় তুমি বলতে
“সে আসবে, সে আসবে”
আগামীকাল কখনো আসেনি।
যদিও সব সময় তুমি বলতে
যখন তুমি প্রতিশ্রুতি দিতে
যদিও আমি তা বিশ্বাস করতাম।
যদিও আমি তা বিশ্বাস করতাম
“সে আসবে, সে আসবে”
আগামীকাল কখনো আসেনি।
আগামীকাল কখনো আসেনি।
যদিও তার জন্য আমি অনেক অপেক্ষা করেছিলাম
যদিও সব সময় তুমি বলতে সে আসবে।
তুমি কি সব সময় মিথ্যা কথা বলতে?
তুমি কি আমায় খুশী করতে চাইতে?
তুমি কি সত্যি কথাটি বলতে লজ্জা পেতে?
তুমি কি জানতে না
জীবন মাত্র একদিনেরই প্রদর্শনী
তুমি কি জানতে না?
তুমি কি তা ও জানতে
এখানে শুধু আগে আছে, কিছুই নেই পরে
তুমি কি তা ও জানতে?
এখন তুমি যে প্রতিশ্রুতি দাও
আগামীকালের জন্য তুমি যেগুলি রেখে দাও
ওগুলি সব প্রতারণামূলক, যেন এক বাজি ধরছ।
এখন আমি বলছি তোমায়, কসম সে-
শুধু অতীতই আবার ফিরে ফিরে আসে
এমনি হয় সব সময় দেখে আসছি, এই পর্যন্ত।
© পলাশ কুমার রায়, ২০২৪
*মূল কবিতা Tomorrow Never Comes by Palas Kumar Ray এর ভাবানুবাদ।মূল কবিতাটি ২০০৮ সাল নাগাদ ইংরাজীতে লেখা হয়েছিল এবং অন্য পোর্টালে প্রথম প্রকাশিত হয়েছিল যা পরে সরিয়ে নেয়া হয়।
Tomorrow Never Comes by Palas Kumar Ray
Rhyme Scheme: ABA
Though you said it ever
“It will come, it’ll come”
Tomorrow came never.
Though you said it ever
As promises you made
Though I believed it ever.
Though I believed it ever
“It will come, it’ll come”
Tomorrow came never.
Tomorrow came never
Though I waited for it so long
Though you said it ever.
Did you always lie?
Did you try to make me happy?
To say the truth did you feel shy?
Didn’t you know
Life is only a day’s show
Didn’t you know?
Did you also know
Only before and nothing is here after.
Did you also know?
Promises that you make
For tomorrows that you keep
Are all illusive lies, is often a stake.
Let me tell you now. Let me avow
Only bygones recur, tomorrow never comes.
I have seen it ever and I have known it till now.
© Palas Kumar Ray
*The poem was originally written in English during 2008 & earlier published in some other website, now removed.