৹ আদম হাওয়া ও চিরাগের দৈত্য ৹ Rhyme: Free Verse


চিরাগের ঐ দৈত্যকেই আজ আদম হাওয়া খুঁজছে।
বালিতে ঘষে ঘষে চিরাগের গায়ে ছালা পড়ে গেল-
তবু দৈত্য এল না।

আদমের মনে সন্দেহ ভীড় করল।
কপালে ফোঁটা ফোঁটা নীর জমল।
হাওয়ার চোখে দুঃখের জল টলমল করল।

দুজনের দেহ-মনে নিরাশার সাইমুম বইল
ঠোঁট শুকিয়ে কিশমিশ হল
তবু দৈত্য এল না।

ওদিকে আজ আসতে চাইলেও চিরাগের চেনা পথে
আকাশে আগুনের ফুলঝুরি ও নিষেধের বেড়াজালে
দৈত্য আটকে গেল।

© পলাশ কুমার রায়, ২০২৪







.