৹ আবর্জনা ৹ Rhyme: Free Verse
তোমায় নিয়ে আমার সব ভাবনা এখন
আবর্জনার স্তূপ।
রাস্তায় রাখা পৌরসভার ভ্যাট,আস্তাকুড়
শেষে কোন নাম না জানা ভাগাড়,ধাপার মাঠ
সঠিক গন্তব্য যার।
শুধু ফেলে আসাটাই যা বাকি।
রাতের রজনীগন্ধা।
স্বপ্নের ছেঁড়া খাম।
শুষ্ক আতরদান।
ছেঁড়া কথার মালা।
রং বেরঙের খোলস।
হিসাবের পাশ বই।
সব আস্তকুড়ে যাক।
আজীবন মনে রাখার জন্য
প্রয়োজন যে ভাব
ফিরে ফিরে দেখার জন্য
প্রয়োজন যে অভাব
তা আর থাকল কোথায়?
তোমার নাট্যশালায়
নিত্য নতুন অতিথি থাকাটাই যে স্বভাব।
তাই,স্বাস্থ্যসম্মতই সাব্যস্ত হয়
নিঃশর্ত খালাস ও বহিনির্গমন।
একটু কষ্ট হয় বটে ছেড়ে যেতে
তবে সব শেষে জুটে পরিত্রাণ।
মনের ও মল হয়,ভাবি
নিত্য সাফ সাফাই
ঠিকঠাক চাই।
© পলাশ কুমার রায়, ২০২৫
.
আবর্জনাসম মূল্যহীন হয়ে পড়ে। যদিও তাতে কিছুটা কষ্ট হয়।
মনেও ময়লা জমে তাই মনকে পরিষ্কার রাখতে যারা পারে না, তারা পারে না অনেক কিছুই ধরে রাখতে। রূপকের আড়ালে স্পষ্ট প্রতিবাদ কবিতাকে করেছে শক্তিশালী। অবিরত শুভেচ্ছা প্রিয় কবি। সতত ভালো থাকুন।
এবং দমবন্ধ করা স্বাসকষ্টে ভুগী আজীবন,
বেশ ব্যতিক্রমী ভাবনার কবিতার মুগ্ধ পাঠ,
ভালো লাগল,
শুভেচ্ছা নিবেন বিজ্ঞ কবি। শুভ রাত্রি।