৹ আদর ৹ Rhyme: AABB
মনের আমার বলছি শুন এমন আজব হাল
একটু খানি আদর পেলে ভাসিয়ে দেয় গাল।
কটু কথা শুনলে কেহ কেঁদেকেঁটে ভাসায়
আমি থাকি অন্য দলে, বকা দিলে হাসায়।
আপন জনই গালি দেবে রেগে গেলে অতি
দোষ ধরি না হেসে উড়াই শান্ত রাখি মতি।
বকেন যারা জানেন তারা বকার আছে দরকার
বকাঝকা কাজেই লাগে ক্ষমতা বাড়ায় সইবার।
সময় সময় এমনও ভাবি বকা খাওয়াই ভাল
কাজটি আমার শুদ্ধ হবে কি ই বা ক্ষতি হল।
হেসে খেলে বকাঝকা উড়িয়ে দেয়ার কায়দা
খুব করেছি রপ্ত আমার সব কিছুতে ফায়দা।
কিন্তু আমার কায়দা কানুন সবগুলি যায় ভেসে
মিষ্টি ভাষায় আদর করে বললে কিছু শেষে।
বুকের ভিতর উথলে উঠে চিনি না এক কান্না
চোখের জল সামলে বলি দয়া করে জান্ না।
© পলাশ কুমার রায়, ২০২৪