তুমিতো আমাকে রাখনি
জীবনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে
বুকের ক্ষতে
আমি তোমাকে রেখেছি
যতটা কাতর হয়ে পিপাসু কাক
কলসীতে জল তুলেছিলো
টুকরো টুকরো কষ্ট
আর সে কষ্টের পাথর বইতে বইতে
ততটাই ক্লান্ত আমি
তৃষ্ণা মেটেনা আমার
হিমাদ্রি রজনীতে
ধু ধু মরুর শুন্যতা
যখন জোছনা বিলায়
সেই বিষন্ন মরুর যে অপার সৌন্দর্য্য
তোমার কাছে যার কোন মূল্য নেই
অথচ আমি ভিন্ন তুমি যে কিছু না
আমি আছি জন্য তুমি যে সাধনা
যা চাও তাকি আমি ছাড়া আর কারও কাছে পাও
আজও তোমারই জোছনা মাখি গায়
আমার অন্তর সে তো তোমারই বাড়ির উঠোন
আমার চোখ সে তোমার দিগন্ত ছুঁয়ে থাকা আকাশ