এখন আমি নিয়ম করে অনিয়ম করি
প্রায়ই ঘরে ফিরিনা
এদিক ওদিক দিন রাত চষে বেড়াই
কখনো টি স্টল, কখনো অলিগলি
রাত নামলেই এলইডি আর নিয়ন সাইনের আলোয়
ঝলমলে নগরী।
আমায় কিন্তু এখানে পাবেনা
প্রতি সন্ধ্যায় তিনশ ফুট।
ঐ পাশটা এখনো তোমার মতো
দিনে একরকম রাতে আরেক রকম
রাত যত বাড়তে থাকে
আমার মতো নিস্তব্ধ হতে থাকে।
যা ইচ্ছে তাই বলতে পারি
শুধু যা ইচ্ছে তা করতে পারিনা।
কাঞ্চন ব্রিজের রেলিঙে কতবার যে পা তুলেছি
মেঘনার জলে স্বচ্ছ চাঁদের আলো বাধা দিয়েছে
হেসেছি, কেঁদেছি, নিরব থেকেছি
চিৎকার করে বলেছি
আমি ভালো আছি, আমি ভালো আছি