চলতে চলতে গহীন জঙ্গলে হারিয়ে ভুলে গেছি যাহাদের কথা
শেষবারে তাহাদের কাছে আমার নিঃশ্বাস রাখিয়া আসিয়াছিলাম
এবার দেখবে স্বজন বিজন কোন আয়োজনে কে কাকে মনে রাখে
নিভৃতচারী এক ভৃত্য হয়েই না হয় থাকবে রাত জাগা পাখি
সবুজের সাথে অন্ধকারে নিবাস গড়েছিলে যে ডালে পাতার ফাাঁকে
তাকেও স্মরণে রাখিবে না কোন তানপুরার তান
রাগের সৃষ্টি হয়, যেথায় কোন নির্বাসন জেগে থাকে
চলতে চলতে তাহাকেউ তলিয়ে নিয়ে যায় অজানা
নির্বাসন নয় যে তাহা বুঝিতেও সময় ক্ষেপন হয়েছিল যার
তাহার কাছে সুর মঞ্জুরি পায়নি কোন দিশা
ব্যর্থ নাবিকের মতো যে অতলে চালায় বরফ কাটা জাহাজ
তাহাদের কথা মনে রাখিবার মতো আমারও ছিলনা কোন আহলাদ
তানপুরার তান গোলকে বেঁধে তাই ছুটলাম অচেনায়
চলতে চলতে গহীণ জঙ্গলে হারিয়ে ভুলে গেছি যাহাদের কথা
শেষবারে তাহাদের কাছে আমার নিঃশ্বাস রাখিয়া আসিয়াছিলাম