চাইছিলাম পাশাপাশি থাকতে
কাছাকাছি থাকতে
পারতেছিনা
সামাজিক দুরুত্ব
চাইছিলাম বুক ভরে শ্বাস নিতে
পারতেছিনা
মাস্ক অপরিহার্য
চাইছিলাম একসাথে কনসার্ট দেখতে
পারতেছিনা
রাষ্ট্রীয় প্রজ্ঞাপন
চাইছিলাম সুস্থ ভাবে বেঁচে থাকতে
চাইছিলাম সবুজ ঘাসের বুকে শুয়ে থাকতে
চাইছিলাম সুন্দরে বেঁচে থাকতে
চাইছিলাম সবুজ অরণ্য
আমরা আসলে মানুষগুলো
ভুলে গেছিলাম প্রকৃতি
ভুলে গেছিলাম কি ভাবে সুস্থ থাকতে হয়
আমরা আসলে খুব বেশী অসুস্থ হয়ে গেছিলাম
আমাদের এই অসুস্থ দৌড় ঝাাঁপ প্রকৃতিকে ভুলে থাকার অভ্যাস
বড় বেশী নিয়ন্ত্রনহীন হয়ে গেছিলো বলেই এখন আর কাছে থাকতে পারছি না
বুক ভরে শ্বাস নিতে পারছি না
কনসার্ট দেখতে পারছিনা
শার্ট খুলে একসাথে গাইতে পারছিনা
’সেই তুমি কেনো এত অচেনা হলে’
প্রকৃতি তুমি আমাদের ক্ষমা করো, ক্ষমা করো
চলো বদলে যাই