বছর শেষ হয়
কিছু শব্দ আর ফেরেনা
কিছু সত্য লেখা যায়না
কিছু কান্না অশ্রু ফেলেনা
এমন অনেক কিছুই আর হয় না
তাতে দুইটা ভালো দিক আমি পেয়েছি
এক আমার দূর্বলতা কেউ জানতে পারেনি
দুই যার জন্য এমন হলো
তাকে কেউ চিনলো না
ভাবছি দৃশ্যত যে চলে গেলো
সে কি আসলেও চলে গেছে
নাকি আমার ভেতরেই থেকে গেছে
তা না হলে এমন কেন লাগে
যেদিন তাকে প্রথম বুকে জাপটে ধরেছিলাম
মাইলের পর মাইল পথ পাড়ি দিয়েছিলাম
মনে হয়েছিল হাজার হাজার মাইল পাড়ি দিচ্ছি
আবার যখন তাকে শেষ চুম্বন দিয়েছিলাম, মনে হলো
এতো অল্প সময়ের জন্য মানুষ কখনো আসে?
আমি প্রথম তার পা দুখানি দেখেছিলাম
তারপর মুখ, চোখ, কান, নাকি ভেজা চুল
আহা অভিমানি, মুখ ফিরিয়ে ছিলে
তোমাকে শুধু আমিই মনে রেখেছি
তোমাকে যে শুধু আমিই দেখেছি
আাম ছাড়া আর কে পুড়বে এমন
আমি ছাড়া আর কে বলবে এমন
যা বলেছি আর যা বলিনি তাতো শুধু আমাদেরই
ব্যবধান শুধু কমছে, কিছুদিন পরই
আবার আমরা একসাথে হবো, ছবি আঁকবো
ঝরনা, নদী, ফুল, পাখির সাথে
কবিতার সাথে, তেমনি নির্জন কোন দুপুরে