--------------স্বাধীনতা----------------
**************************
ভুলে গেছি ক্ষুদিরাম ভগৎ সিং -
বিনয়- বাদল- দিনেশ, ভুলে গেছি সব!
লক্ষ-কটি শহীদের আত্মার অনুরাগ-
স্বাধীনতার আকাশ বাতাস মাঠ ঘাট রাজপথে -
আজও খুঁজে চলে স্বাধীনতা।
পথের ধুলোয় মিশে যাওয়া -
তাজা তাজা রক্তের দাগ প্রশ্ন করে আজও -
স্বাধীনতা কোথায় ?
'পতাকা' ওরে জয়ধ্বজার চিহ্ন স্বরূপ ,
আর..না খেতে পাওয়া জরাজীর্ণ শীর্ণ শরীর গুলো -
খুঁজে বেড়ায় স্বাধীনতা  !
তবুও বলি আমরা স্বাধীন :



স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভরা ত্যাগের ইতিকথা -
জীবনের বিনিময়ে লিখে গেছে পাগলেরা।
চাওয়া ছিল -
অন্ন-বস্ত্র-বাসস্থান, অর্থনৈতিক স্বচ্ছল ,
ন্যায়ের অধিকার, সাম্যের সম্মান,
ভাতৃপূর্ণ বন্ধুত্বের সহাবস্থান,
প্রয়োজনে ঝলসে ওঠা হাতিয়ার -
কেড়ে নেবে শয়তানের প্রাণ, কিন্তু -
ভুলে গেছি সব ,তাই -
খুঁজে ফিরি.. 'স্বাধীনতা কোথায়?'
মনকে বোঝাতে আর বোকা বানাতে -
শুধু বলে যাই আমরা স্বাধীন :



সুভাষ' এর সুবাস মাখা তৃরঙের তরঙ্গে -
মানব-দানব আরো একবার কেঁপে উঠুক,
জেগে উঠুক বিশ্বাসের বিস্ময় সারা বিশ্বে ,
স্বাধীনতার মন্ত্রে ফুটে উঠুক শান্তির শতদল ।
মাস্টার দা' র নেতৃত্ব দিতে এগিয়ে আসুক -
ডিরোজিও' র তরুণে ভরা 'ইয়ং বেঙ্গল দল',
যারা... "না হিন্দু না মুসলমান -
ধর্ম ধনের ধার ধারে না। "
বেকারের স্বকারত্ত্ব দিয়ে নিধন হোক -
শত শত অনাহারের উপবাস  ।
নিপীড়িত অবহেলিতর হাসিমুখ -
গর্বের প্রদীপ জ্বেলে বলে উঠুক আমরা স্বাধীন।


## পলাশ বিশ্বাস