-------------শুধু মনে রেখো-----------------
*****************************
শুরু হোক তোমাকে ভুলে থাকা, দূরে আরো দূরে রাখার -
এক অতি রঞ্জিত খেলা।
পৃথিবীর সব সীমান্তে সন্ধ্যা নামবে, সকাল হবে,
শুধু তুমি আর আমি ভুলে যাবো,
গোধূলির রঙ, প্রভাতের স্নিগ্ধ ভালোবাসা ।
জানি, কষ্টগুলো উপহাস করবে!
ঠিক দেড় দশক যে ভাবে একা একা -
অতিক্রম করেছে পলাশের মৌ ছাড়া -
নীরব নিথর ভ্রমর এর গুঞ্জন,
সে ভাবে ; কানাকানি'র কলঙ্কিত চরিত্রের দাবাদহে -
নির্বাক রবে মন , বাকি আরো....শেষ কালাবধী!
সুখ ভরা বুকের কোনো আঁধার কিনারে ;
অঘাটের আগাছায় জড়িয়ে -
ঘাটের আশায় মাঝিহীন পাল তোলা নৌকা -
ক্লান্তি নিয়ে প্রতীক্ষায় রবে ভোরের কাকলি কূজনে,
কখন সকাল হবে ।
যদি মৃত্যুর আগে মরণ হাতছানি দেয়,
যতো অপরাধ, পাপ.... রয়ে যাবে লোক মুখে,
ক্ষমা করো তারে নির্বোধ শিশু জ্ঞানে!
শুধু মনে রেখো,
ভালোবাসা জ্বলেছিল প্রদীপের মতোই,
ভালবাসবে বলেই... ।
কোনো লোভ, কোনো পাপ -
নিশ্চিত পাপ বোধে বাসা বাঁধতে পারে নি সে মন-মন্দিরে।
## পলাশ বিশ্বাস